Month March 2015

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট (২০)

এই বেলা অনেক ডিস্টার্ব হইল জলে স্থলে নিরানন্দ আকাশে বাতাসে নাহি গান এভাবে বাঁচবার কোনো দরকার আছে কি গুরু যদি মনের ইচ্ছা নদীর এ স্বচ্ছ জলে দাগ না কাটিল এই বেলা গুরু তবে জলে ঝাঁপ দেই?—বলিলা কর্তব্যরতা আনন্দশায়িনী এক গুরুর…