পরিচিত দৃশ্যাবলী

সব দৃশ্য পরিচিত

হোন্ডার পিছনে যে বসে আছে, যে মেয়েটি

কাঁধে হাত দিয়ে সে যে

সামনের লোকটার মেয়ে না প্রেমিকা

তা তো জানা… যে গেল না…

সেই পরিচিত দৃশ্য তুমি

বারবার

দেখতে থাকবে যেহেতু রাস্তাই

তোমাকে বহন করবে আরো বহুদিন

আরো বহুদিন তুমি

লিফট ঘরে নিরবেই নামতে থাকবে

যাত্রীদের সঙ্গে কোনো

বাক্যালাপ ছাড়া

যেন এই চোখ অভিশপ্ত

জন্ম মাত্র এই চোখ

অভিশপ্ত

এই চোখ যা দেখেছে একবার

বারবার তাই সে দেখেছে

তাই সে দেখতে থাকবে

বারবার

ফলত তোমার

না দেখে উপায়

থাকছে না সে পরিচিত দৃশ্য যার

পেছনে হোন্ডার

সে মেয়েটি

কাঁধে হাত দিয়ে যে সে

সামনের লোকটার মেয়ে না প্রেমিকা

তা তো জানা… যে গেল না…

সেই পরিচিত দৃশ্য তুমি

বারবার

দেখতে থাকবে যেহেতু রাস্তাই…।

২৬ এপ্রিল ২০১১

free counters

1 Comment

Add Yours →

Leave a Reply