যারা, তোমার মুখে কল বসাইল আলজিভের
তাদের, মনের কথাই তোমার মুখে অনর্গল
শুনলে, তব বদনখানি টিভির মতই অহৈতুক
লাগে, কিন্তু কণ্ঠসহ।
অর্ধ, জ্যান্ত কোনো যাদুঘরের মমির ন্যায়।
তারা, যা শুনতে চায়, না হয় আজকে তুমি তা বললা
তবে, তোমার কথা কবে তুমি বলবা গো?
১১/১/২০১৪