কলা ও কাউয়া

কলা যেমন ফল
তার কাউয়া তেমন পাখি রে…
কলা যেমন ফল তার
কাউয়া তেমন পাখি রে
কলার ছোলকা কলায় থাকে না।

কাউয়া ডাকে কা কা।
কলা বলে কলা খা।

কোথায় রইলা দোরা কাউয়া রে–
আমার কোথায় রইল দোরা কাউরা রে!
আমার কলা ফল রে।

১/৮/২০১১

free counters

2 Comments

Add Yours →

Leave a Reply