ওই পেনসিল ওই চেয়ারের

এই স্ট্যাডলার

টুবি পেনসিল

যদি চেয়ারের

থেকে পড়ে যায়

তবে জোনাকি

তুই কখন

এলি বল তো

ওই চেয়ারের

থেকে পেনসিল

যদি পড়ে যায়

নিচে শিক্ষক-

প্রায় কবিরা

তা কি খেয়েখুয়ে

ধুয়ে ফেলবেন?

নাকি কাঠগুলা

কিছু রাখবেন।

সব পেনসিল

যদি খাওয়া হয়

তবে রইবে কি

কোনো কবিতা?

যদি নাই কিছু

থাকে দেখবার

তবে কী দেখে

কী আর লিখবেন—

তারা কেমনে কবিতা

ভনবেন?

না না, যথাযথ

ভাবে বললে—

এই দুর্ভাগা

পুব কবিরা

ওই পেনসিল

নিচে পড়িবার

নিচে কতটুকু

আর জানবেন

যদি পেনসিল

নাই দেখলেন

তবে ভাববেন নিচে

পড়বার

কথা ছিল কার

কে যে পড়লো!

যদি দেখা গেল

নিচে পেনসিল

তারা ভাববেন

নিচে পড়েছিল

বটে পেনসিল!

তারা জানবেন

নিচে পেনসিল

জেনে যথাযথ

তারা লিখবেন

তারা লিখবেন,

‘নিচে পেনসিল!’

তারা লিখবেন,

‘কত পেনসিল!’

‘আহা পেনসিল!’

‘টাহা পেনসিল!’

‘কেন নিচে পড়ে

গেল পেনসিল!’

যেন পেনসিল

তারা কবিতায়

যেন বার বার

করে আনবেন!

যদি সত্যিই

বাজে কবি আর

বরবাদ হওয়া কবিতার

ভাগ্যেই থাকে

পেনসিল

তবে কুমীরের ঠ্যাং

ধার থেকে

হোক শুরু হোক কবিতার

যদি দুই বার

করি ব্যবহার

‘হোক’ নামা এই প্রমিত

তাতে কবিতা অনেক দুর্বল

হয়ে যাবে

নাকি হবে না?

যদি পেনসিল ড্রপ কাহিনি

যদি চেয়ারে বসেন

কুমীরের-পা

তবে কুমীর কোথায়

বসবেন?

তার লেজখানি

কোথা রাখবেন?

ভেজা চেয়ারের

থেকে পেনসিল

নিচে পড়ে যাওয়া

টুকু ঘটবে

সে কি শুকনাই

নাকি ভিজনা

হায় খারাপ কবির

ভাগ্যে

শেষে কুমীরের

লেজ পড়লো

নিচে পড়ে গেলে

লেজসিঞ্চন

ঠিক কতখানি

জল ঘটাবে

তার পরিমাণ

জানে পেনসিল

তাকে কলকাতা

থেকে আনা হোক

এনে ঢাকা ভার্সিটি

রাখা হোক!

যত প্রমিত ভাষার পাণ্ডা

তাকে সকাল-সনঢা

পূজা দিক!

আর শিক্ষক-হাভাতে মিডিয়ার

যদি আংগুল কিছু কর্ত ন

হলো তবে তারা চুষতেই

থাকুক প্রমিত পেনসিল

যথা চুষতে কি তারা পারছে

সেটি বলবেন মহা আনিসুজ…।

৪/৯/২০১১-১৭/২/২০১২

 

2 Comments

Add Yours →

নানান পোস্টে কমেন্ট অফ কইরা রাখছেন যে?

Leave a Reply