Categories
কবিতা

উপবন এক্সপ্রেস

বাঁ আসনে যে রমণী ম্রিয়মাণ ঘুমিয়েছে বসে তার দোলাচল স্তন ছেড়ে বেরিয়ে এসেছে ট্রেন উপবন বনে বনে জলের পাথরে যায় লাগিয়ে আগুন কু ঝিক কু ঝিকঝিক দোলাচল লাইন ছেড়ে উঠেছে আকাশে বগি মেঘের জংশন ছুঁয়ে দিগ্বিদিক নৈশপ্রহরী হেসে দোলাচল সুলভ শ্রেণীতে ঢুকে ঘুমন্ত মেয়ের ছিঁড়ে যাওয়া স্তন হাতড়ে আলুথালু বেঁধে দেয় অতিযত্নে দোলাচল বিনয়ে গলিত হয়ে মলম ব্যান্ডেজ