যে যে রকম আছে সে সে রকমই তো থাকতে চাচ্ছে।
এত সুখও ছিল মানব জন্মে
জানা গেল তাই অন্যের মত
হতে চাই বটে—সকলেই—আর হতে গিয়ে ফের নিজের মতই
হতে চাই কিছু আকাট খাম্বা—
হই হই আর থাকি থাকি কিছু। এই চিরায়ত ভ্রমের শুদ্ধি,
এ মরজীবনে আর্ঘটিল না।
৫/১১/২০০৯
যে যে রকম আছে সে সে রকমই তো থাকতে চাচ্ছে।
এত সুখও ছিল মানব জন্মে
জানা গেল তাই অন্যের মত
হতে চাই বটে—সকলেই—আর হতে গিয়ে ফের নিজের মতই
হতে চাই কিছু আকাট খাম্বা—
হই হই আর থাকি থাকি কিছু। এই চিরায়ত ভ্রমের শুদ্ধি,
এ মরজীবনে আর্ঘটিল না।
৫/১১/২০০৯