Categories
কবিতা

আধুনিক মহাভারতে আমাদের বসবাস

ভারতীয় বই মানেই হিন্দু বই নয়।

ভারতীয় বই মানেই হিন্দু বই নয়। কিন্তু যদি হইতোও তাতে অসুবিধা ছিল না।

ভারতীয় বই মানেই হিন্দু বই নয়, ভারতীয় গরু মানেই হিন্দু গরু নয়, ভারতীয় ডিম মানেই হিন্দু ডিম নয়।

তবু আমাদের এইসব কিনতে হয়, খাইতে হয়, পড়তে হয়।

যদি এইসব জিনিস হিন্দু হইতো তবুও আমরা ভারতীয় বই পড়তাম, ভারতীয় গরুর রেড মিট ও ডিম খাইতাম।

আমরা রাতে ঘুমাই ও সকালে উঠি। ওঠার পরে ভারতীয় বই পড়ি, গরুর মাংস সিদ্ধ করি ও ডিম খাই। এইসব জিনিসের সরবরাহ যথেষ্ট। তাই আমাদের লাইফ সুন্দর।

ভারত দেশটি আমাদের পাশে পাশে থাকে। আমরা সুখী। সেখানকার প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি হিন্দু।

৫/৯/২০১৪