বড়লোকরাই ভালো ॥ তথ্য ও প্রমাণ ১৯৯৮

ছোট বড় ও মাঝারী মধ্যবিত্তের উদ্দেশে

 

এমনকি বড়লোকদেরকেও আজ ভালা লাগা শুরু হচ্ছে

যখন দেখছি তারা ত্রাণ দেয়

ওয়ার্ড্রোব খুলে

দেখো দুধের গাড়িতে আজ পানি

এল পরিত্রাতা

কত দূর থেকে

এল তারার দেশের সিপাহীরা

 

এমনকি নেতানেত্রী ত্রাণ দিচ্ছে

পত্রিকার

প্রথম পৃষ্ঠায়

এমনকি দেখো তারা ত্রাণ দেয়

সাতেরও পাতায়

এমনকি ত্রাণ দিচ্ছে টিভিস্ক্রিনে

রেডিয়োয়। তাই

 

এ বছর ভাতের অভাবে কেউ মারাই যাবে না।

 

নাকি মারা যেতেই পারে না?

আহা, মারাই যাবে না নাকি যেতেই পারে না

নিয়ে কত কথা বলা যেত

কিন্তু দেখো পানি এল ১৬ই আগস্ট

পানি এল বিপদসীমার উঁচু দিয়ে

শহররক্ষা বাঁধ রক্ষা করে শহরেরই লোক

এখন তর্ক তোলা সমীচীন নয়

দেশে বিবেক জাগ্রত হচ্ছে আমাদের

দূর থেকে জাগিবার শব্দ শোনা যায়

মাইকে

বিবেকের প্রচার চলেছে

বড়লোকরা জামাজুতা খুলেই ফেলেছে

সহানুভূতির চোটে উঠে পড়ছে ট্রাকে ট্রাকে

নেমে যাচ্ছে গ্রামেগঞ্জে রাস্তায় রাস্তায়

তাই গরীবের বাচ্চার চেয়ে বড়লোকদের

তথ্য ও প্রমাণসহ,

সর্বসম্মতিক্রমে

ভালো বলা যায়।

 

১৯৯৮

 

Flag Counter

Leave a Reply