Pages Menu
Categories Menu

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট (৭)

নবমেঘ কার্যক্রম শুরু হইল বেলা অবসানে
স্টীমারে খাড়াইয়া ছিল যারা যারা, সকলে বসিল।

মেঘ দেখিবার ছলে আঙুলে আঙুল, যাদের যাদের লাগলো
পুলকিত হইল তারা, রাঙা হইল মেঘ—

গুরুর আইল বেগ, পানিতে পাইল গতি, মেঘশক্তি সমাধানে নৌকাও আগাইল

ফুয়েল ছাড়াও যদি চলে নৌকা, জলে জীব, জীবের কারণ—
গুরু বলে, ‌’তবে এত দ্রুত চলা চলিও না
এত কথা বলিও না, যে যা করে করতে দেও
যেহেতু তোমার, হাতে আছে করতে দেওয়া
প্যাসিভিটি, দেইখা যাওয়া—
কালো মেঘে ছাইছে বেলা?
ঘুমাওগা গিয়া।’

২ জুন ২০০৭